মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন্স (কম্পিউটার বেসিক) সার্টিফিকেশন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (৪০ নং ব্যাচ)
আগ্রহী প্রশিক্ষণার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে NBICT LAB কর্তৃক আয়োজিত এবং BCE কর্তৃক পরিচালিত ৬ মাস মেয়াদী মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন্স (কম্পিউটার বেসিক) প্রশিক্ষণ কোর্সের ৪০ নং অফলাইন/ফিজিক্যাল ব্যাচে মোট ৩০ টি শূন্য আসনে নিম্নে উল্লেখিত তারিখ অনুসারে সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত NBICT LAB অফিসে প্রশিক্ষণার্থীর সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। নিম্নে বিস্তারিত আকারে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো:
▶️ কোর্সের নাম: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন্স (কম্পিউটার বেসিক);
▶️ কোর্সের মেয়াদ: ৬ মাস;
▶️ পরিচালনায়: BCE, NIJUS, NBICT LAB Branch.
▶️ প্রশিক্ষণ কেন্দ্র: এনবিআইসিটি ল্যাব, ১ নং গেটের বিপরীতে, হাবিপ্রবি, সদর, দিনাজপুর;
▶️ ভর্তির শেষ তারিখ: ২৫/০১/২০২৫ ইং (নির্ধারিত তারিখের আগেই আসন শেষ হয়ে গেলে ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হবে।)
▶️ মোবাইল নাম্বার: 01768-885966।
▶️ কোর্সের বিষয় সমূহ: উইন্ডোজ, ইন্টারনেট, টাইপিং, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, সাঁট-মুদ্রাক্ষর।
▶️ ক্লাসের দিন সমূহ: রবি, মঙ্গল, বৃহস্পতিবার।
▶️ প্রশিক্ষণের সময়: সন্ধ্যা ৬:১৫ টা থেকে ৭:৩০ টা পর্যন্ত।
▶️ ক্লাস শুরু: ২৮ জানুয়ারি ২০২৫ ইং।
▶️ ওয়েবসাইট: https://www.nbictlab.com
▶️ লার্নারদের ফিডব্যাক: https://g.page/nbict-lab
কোর্স শেষে সফল প্রশিক্ষণার্থীদেরকে সরকার কর্তৃক অনুমোদিত সনদপত্র প্রদান করা হবে যা বিভিন্ন সরকারি/বেসরকারি চাকরি লাভের ক্ষেত্রে যোগ্যতা পূরণ করবে। ব্যক্তিগত ল্যাপটপ নেই এরকম সর্বোচ্চ ১০ জন লার্নার ভর্তি হতে পারবেন।
*************
ভর্তি প্রক্রিয়া:
*************
ধাপ – ১: প্রশিক্ষণার্থী বিগত ৩ মাসের মধ্যে তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি (ছবিতে কান ও মুখমণ্ডল উন্মুক্ত থাকতে হবে), জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, এস.এস.সি. এবং এইচ.এস.সি. পাশ মার্কশিটের ফটোকপি সঙ্গে নিয়ে NBICT LAB অফিসে গিয়ে সাক্ষাৎকারে অংশ নেবেন। সাক্ষাৎকারের সময় প্রশিক্ষণার্থীর মুখমন্ডল উন্মুক্ত থাকতে হবে।
ধাপ – ২: আসন খালি থাকা সাপেক্ষে প্রশিক্ষণার্থী নিশ্চিতভাবে ভর্তি হতে চাইলে “মেইন্টেন্যান্স” ফি বাবদ ১০০/- টাকা সহ উল্লেখিত নথি সমূহ জমাদান পূর্বক NBICT LAB অফিস থেকে ভর্তি ফর্ম ও ব্যাংক ডিপোজিট স্লিপ সংগ্রহ করে নেবেন।
ধাপ – ৩: ভর্তি ফর্ম উত্তোলনের ২৪ ঘন্টা সময়ের মধ্যে প্রশিক্ষণার্থী ৬ মাস মেয়াদী কোর্সে ভর্তির জন্য ২,৮৫০/- টাকা হাবিপ্রবিস্থ মেঘনা ব্যাংকে জমা প্রদান করবেন।
ধাপ – ৪: ব্যাংকে টাকা জমা প্রদানের পর প্রশিক্ষণার্থী কোনো প্রকার বিলম্ব না করে (ভর্তি ফর্ম উত্তোলনের ২৪ ঘন্টা সময়ের মধ্যে) ব্যাংক ডিপোজিট স্লিপের কাস্টোমার কপি সহ সহস্তে নির্ভুলভাবে পূরণকৃত ভর্তি ফর্ম NBICT LAB অফিসে জমা প্রদান করবেন।
*********************
উল্লেখযোগ্য শর্তাবলী:
*********************
১। যেসকল লার্নারের নিজস্ব ল্যাপটপ আছে তারা অবশ্যই প্রত্যেকটি ক্লাসে ল্যাপটপ নিয়ে আসবেন।
২। সার্টিফিকেট প্রাপ্তির জন্য একজন লার্নারকে ৭০ ভাগ উপস্থিতি এবং সকল মূল্যায়ন প্রক্রিয়ায় পাশ মার্ক নিশ্চিত করতে হবে।
৩। অসুস্থতা, একাডেমিক পরীক্ষা (মিড এবং ফাইনাল), চাকুরির পরীক্ষা এবং শিক্ষাসফর জনিত কারণে আবেদনকৃত ৩০ শতাংশ ক্লাসের ছুটি সমূহ প্রমাণাদির ভিত্তিতে মঞ্জুর করা হবে।
৪। একজন লার্নার একটি প্রশিক্ষণ সেশনের যে ব্যাচে ভর্তি হবেন ঐ ব্যাচেই প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করে ফেলবেন। ব্যাচ পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না।
৫। ক্লাস মিস হয়ে গেলে ক্লাসের রেকর্ডেড ভিডিও থেকে লার্নার ক্লাস রিকভার করে নেবেন।
৬। সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগ্রহী প্রশিক্ষণার্থী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সকল প্রকার নিয়ম মানতে বাধ্য থাকবেন।
*************************
আপনি কেন NBICT LAB
থেকে প্রশিক্ষণ নেবেন?
*************************
👉বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটারের জরুরী বিষয়গুলি একদম হাতে কলমে শেখানো হয়।
👉নিয়মিত প্রশিক্ষণ ক্লাসে অংশ নিলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, ইন্টারনেট, টাইপিং ইত্যাদি বিষয়গুলিতে একদম স্মার্ট হয়ে উঠবেন।
👉যাদের নিজস্ব কম্পিউটার নেই তারাও প্রশিক্ষণ নিতে পারবেন এবং প্রশিক্ষণের সময় বাদ দিয়েও অন্য যেকোনো সময়ে ল্যাবের কম্পিউটারে অনুশীলন করতে পারবেন। এক্ষেত্রে কোনো অতিরিক্ত ফি-র প্রয়োজন হবে না।
👉মূল্যায়ন প্রক্রিয়াগুলো সম্পূর্ণ ব্যবহারিক ধরণের, সুতরাং, দক্ষতার উৎকর্ষ সাধন অবশ্যই হবে।
👉শীতাতপ নিয়ন্ত্রিত অত্যন্ত গুছানো পরিবেশে প্রতি ব্যাচে সীমিত সংখ্যক প্রশিক্ষণার্থীকে এক সঙ্গে প্রশিক্ষণ প্রদান করা হয়।
👉প্রশিক্ষণ শেষ হয়ে যাওয়ার পরেও প্রত্যেকজন রেজিস্টার্ড লার্নার প্রতিষ্ঠান থেকে আইটি বিষয়ক বিশেষ সহযোগিতা সবসময় পেয়েই যান।
👉এ পর্যন্ত যারা নিয়মিত প্রশিক্ষণ ক্লাসে অংশ নেওয়ার মাধ্যমে সফলভাবে প্রশিক্ষণ শেষ করেছেন তারা প্রতিষ্ঠানটির প্রতি সন্তুষ্টিপূর্ণ মনোভাবই পোষণ করেছেন।
👉প্রশিক্ষণের মান যথাসম্ভব অক্ষুণ্ণ রেখে কোর্স ফি কম রাখা হয় এবং প্রতি ব্যাচে সর্বোচ্চ দুই জন শিক্ষার্থিকে শর্ত সাপেক্ষে স্কলারশিপ প্রদান করা হয়।
👉সারাদেশ ও দেশের বাইরের বহু সংখ্যক (বড় বড় জব পজিশনে থাকা) লার্নার NBICT LAB এ প্রশিক্ষণ নিয়েছেন এবং এখনও প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন। সকল লার্নারকে সংযুক্ত করে একটি সুন্দর কমিউনিটি আছে যেটা লার্নারদেরকে মোটিভেটেড রাখবে।