
ওয়ার্কশপ: হাতে-কলমে ArcGIS Pro দিয়ে জিআইএস এবং রিমোট সেন্সিং
আপনি কি কোনো মর্যাদাপূর্ণ গবেষণা কর্মে সম্পৃক্ত হতে চান? আপনি কি GIS এবং Remote Sensing শেখার কথা ভাবছেন? আপনি কি জানেন GIS এবং Remote Sensing শেখাটা কতোটা জরুরী? না জেনে থাকলে চলুন একটু জেনে নেওয়া যাক।
১। বিভিন্ন সেক্টরে এখন GIS এবং Remote Sensing একটি খুবই উচ্চ চাহিদা সম্পন্ন ক্ষেত্র
যে সকল সেক্টরে এখন GIS এবং Remote Sensing ব্যবহৃত হচ্ছে:
- নগর ও স্মার্ট সিটি প্ল্যানিং এ – যেমন জোনিং, ট্রাফিক প্যাটার্ন, ইউটিলিটি ম্যাপিং, ইত্যাদিতে।
- পরিবেশ পর্যবেক্ষণে – যেমন বন নিধন, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, ইত্যাদিতে।
- দুর্যোগ ব্যবস্থাপনায় – যেমন বন্যা পূর্বাভাস, দাবানল ট্র্যাকিং, ক্ষতির মাত্রা নিরূপণ, ইত্যাদিতে।
- কৃষি ক্ষেত্রে – যেমন ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ, ফার্মিং পূর্বানুমান, সেচ বিষয়ক পরিকল্পনা, ইত্যাদিতে।
- জন স্বাস্থ্যে – যেমন রোগের প্রাদুর্ভাব ট্র্যাক করা (উদাহরণ, কোভিড-১৯ ম্যাপিং)।
- লজিস্টিক্স ও পরিবহণ সেক্টরে – যেমন রুট সহজিকরণ, সাপ্লাই চেইন ম্যাপিং।
- প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগে – যেমন নজরদারি, ভূখণ্ড বিশ্লেষণ, মিশন পরিকল্পনা ইত্যাদিতে।
২। GIS এবং Remote Sensing এখন শিক্ষা ও গবেষণা সেক্টরে অপরিহার্য হয়ে উঠেছে
- থিসিস, গবেষণাপত্র এবং জার্নাল প্রকাশনার জন্য স্থানিক উপাত্ত বিশ্লেষণে GIS এবং Remote Sensing এর জ্ঞান অপরিহার্য।
- GIS এবং Remote Sensing ভূগোল, ভূতত্ত্ব, পরিবেশ বিজ্ঞান, নগর অধ্যয়ন এবং কৃষিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- গবেষণা তহবিল এবং অনুদানের জন্য প্রায়শই GIS এবং Remote Sensing দক্ষতার প্রয়োজন হয়।
৩। ক্যারিয়ারের সুবিধা এবং বিশ্বব্যাপী সুযোগ সৃষ্টিতে GIS এবং Remote Sensing এখন একটি প্রয়োজনীয় মাধ্যম
- বিভিন্ন আন্তর্জাতিক সরকারি সংস্থায় GIS এবং Remote Sensing এর এক্সপার্টরা উচ্চ চাহিদা সম্পন্ন (e.g., NASA, ESA, UNDP, local planning bodies) ।
- প্রাইভেট সেক্টরেও এটির উচ্চ চাহিদা রয়েছে: GIS Analyst, Remote Sensing Specialist, Geospatial Data Scientist ।
- আন্তর্জাতিক পর্যায়ের এনজিও এবং উন্নয়ন সংস্থাগুলি স্থায়িত্ব এবং নীতিগত কাজের জন্য এখন জিআইএসকে অগ্রাধিকার দিচ্ছে।
—
খুশির বিষয় হচ্ছে, NBICT LAB – এর সার্বিক ব্যবস্থাপনায় Hands-on Virtual Workshop on GIS & Remote Sensing Using ArcGIS Pro শিরোনামে Google Meet প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি অনলাইন একাডেমিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যেখানে Resource Person হিসেবে প্রোগ্রামটি পরিচালনা করবেন NBICT LAB এর ডাটা সাইন্স ইন্সট্রাক্টর ও প্রধান নির্বাহী, ছয় বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষক Sadhan Verma, যিনি এ পর্যন্ত ডাটা সাইন্স ভিত্তিক ২১ টি ব্যাচ (৫ শতাধিক প্রশিক্ষণ ক্লাস) সফলতা এবং প্রশংসার সাথে পরিচালনা করেছেন।বিশেষভাবে উল্লেখ্য, যারা GIS & Remote Sensing Using ArcGIS Pro কোর্সটি সফলভাবে সম্পন্ন করবেন তাঁরা আবেদন সাপেক্ষে GIS & Remote Sensing Using Google Earth Engine এর প্রি-রেকোর্ডেড কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাকসেস লাভ করবেন।
এই ওয়ার্কশপটিতে জয়েন করলে আপনি যে বিষয়গুলি একদম হাতে কলমে শিখতে পারবেন:
- A brief theoretical introduction to GIS and Remote Sensing.
- Software distribution, download, and installation.
- Exploring the key features of ArcGIS Pro.
- Step-by-step process of creating maps, local and global scenes, and catalogue scenes.
- How to link different map types seamlessly.
- Exploring the Project, Insert, Analysis, Edit, and View menus.
- Exploring the Selection Pane and delving into various Tool Options.
- Mastering the art of symbology and crafting visually appealing and informative maps.
- Creating compelling map layouts.
- Exploring the Labeling Menu.
- Introducing the Analysis Menu and performing advanced geospatial analysis.
- How to publish maps to ArcGIS Online.
- Creating engaging web map applications.
- Sharing work with a wider audience.
- Essential data processing techniques: KML2Feature, Feature2Feature, Removing ZM Values, and Altering Field operations.
- Exploring the power of FieldView, saving, labeling visibility, generating points along features, XY coordinates, and much more.
- Exploring the creation of 3D maps.
- Building captivating map animations to enhance visualization.
- Georeferencing Techniques and Boundary Creation.
- Data integration to ensure high-quality maps.
- Solving common issues faced during mapping and analysis.
- Creating stunning maps, performing sophisticated geospatial analysis, and presenting findings effectively.
প্রয়োজনীয় তথ্য সমূহ:
ভর্তি শুরু: ০১ জুন ২০২৫ ইং।
মোট আসন সংখ্যা: ৮৫ টি মাত্র। ৮৫ জনের অধিক লার্নার কোনোভাবেই রেজিস্ট্রেশন করতে পারবেন না।
ভর্তির শেষ তারিখ: ৩০ জুন ২০২৫ ইং। ভর্তির শেষ তারিখের আগেই আসন শেষ হয়ে গেলে ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হবে।
ক্লাস শুরুর তারিখ: ০১ জুলাই ২০২৫ ইং।
বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে নিচের লিংক ভিজিট করুন:
https://forms.gle/3S9RgwsS7dw9ZnmF7 অথবা,
https://www.nbictlab.com/admission/gisrs
🎓 আপনি কেন এই লাইভ কোর্সটিতে অংশগ্রহণ করবেন?
✿ NBICT LAB-এর অনলাইন কোর্স সমূহের অধিকাংশ লার্নারই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক/মাস্টার্স অথবা পিএইচডি শিক্ষার্থী। বিগত সময়ে যেসকল সম্মানিত লার্নার নিয়মিত ক্লাস করার মাধ্যমে সফলভাবে বিভিন্ন কোর্স সমাপ্ত করেছেন তাঁদের প্রত্যেকেই NBICT LAB-এর শিখন পদ্ধতির ভূয়সী প্রশংসা করেছেন। আপনি নিচের লিংক দুটি পরিদর্শন করার মাধ্যমে বিগত ব্যাচগুলোর লার্নারদের মতামত জেনে নিতে পারবেন:
লিংক – ১: https://youtube.com/playlist?list=PLoL-aNyxKqYp0olbkwCTBwm3_VZhj1a2O
লিংক – ২: https://g.page/nbict-lab
✿ তুলনামূলকভাবে অত্যন্ত কম খরচে এতো ভালো মানের প্রশিক্ষণ সেবা লাভের সুযোগ আপনি খুব কমই লাভ করবেন।
✿ প্রত্যেকটি বিষয়ভিত্তিক টপিক সহজ এবং প্রাঞ্জল বাংলা ভাষায় আলোচনা করা হবে।
✿ সিলেবাসে উল্লেখিত প্রত্যেকটি লেসনের অন্তর্গত খুঁটিনাটি বিষয়গুলো ব্যবহারিকভাবে সরাসরি ArcGIS Pro ব্যবহার করে আলোচনা করে দেখানো হবে।
✿ প্রত্যেকটি বিষয়ভিত্তিক অনুশীলন ফাইল আপনাকে প্রদান করা হবে যাতে করে আপনি ইন্সট্রাক্টরের সাথে সাথে অনুশীলন করতে পারেন।
✿ ক্লাস চলাকালীন অবস্থায় অনুশীলন করার সময় আপনি কোনো সমস্যায় পড়লে স্ক্রিন শেয়ার দিয়ে সরাসরি কোর্স ইন্সট্রাক্টর এবং অন্যান্য এক্সপার্ট লার্নারদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন।
✿ প্রত্যেকটি ক্লাসের রেকোর্ডেড ভিডিও প্রশিক্ষণার্থীদেরকে প্রদান করা হবে যাতে করে একজন লার্নার কোনো লাইভ ক্লাস মিস করে ফেললে পরবর্তিতে ভিডিও রেকোর্ড দেখে ক্লাস রিকভার করে নিতে পারেন।
✿ কোর্স আর্কাইভে প্রত্যেক লার্নারের আজীবন অ্যাকসেস থাকবে।
✿ ইন্সট্রাক্টর প্রতিটি ক্লাসের প্রশ্ন-উত্তর পর্বে লার্নারদের প্রশ্নের উত্তর প্রদান করবেন।
✿ লার্নারগন যাতে পরস্পরের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন সেজন্য প্রয়োজনীয় অনলাইন প্ল্যাটফর্ম থাকবে।
✿ সফলভাবে কোর্স সমাপ্তকারী লার্নারদের সার্টিফিকেট প্রদান করা হবে।
✿ এই কোর্সটি করা থাকলে বিদেশে উচ্চ শিক্ষার জন্য গমন করা সহজতর হবে।
তো আর দেরি কেন? এই লিংকে গিয়ে বিস্তারিত জেনে নিয়ে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন: