
SPSS, Stata, ও R ব্যবহার করে ডাটা এনালাইসিস প্রশিক্ষণ
NBICT LAB – এর সার্বিক ব্যবস্থাপনায় Hands-on Virtual Workshop on Statistical Data Analysis Using SPSS, Stata, and Rশিরোনামে Google Meet প্লাটফর্ম ব্যবহার করে একটি অনলাইন একাডেমিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যেখানে Resource Person হিসেবে প্রোগ্রামটি পরিচালনা করবেন NBICT LAB এর ডাটা সাইন্স ইন্সট্রাক্টর ও প্রধান নির্বাহী, ছয় বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষক Sadhan Verma, যিনি এ পর্যন্ত ডাটা সাইন্স ভিত্তিক ২৫ টি ব্যাচ (৬ শতাধিক প্রশিক্ষণ ক্লাস) সফলতা এবং প্রশংসার সাথে পরিচালনা করেছেন।
🎓 এই ওয়ার্কশপটিতে জয়েন করলে আপনি যে বিষয়গুলি একদম হাতে কলমে শিখতে পারবেন:
- Installing SPSS, Stata, and R/RStudio and an Introduction to the Tools
- Google Form Preparation and Data Collection
- Data Importing and Cleaning
- Data Manipulation
- Exploratory Data Analysis
- Correlation and Association
- Hypothesis Testing
- Regression Analyses
- Panel Data Analysis
- Results Exporting and Reporting
প্রয়োজনীয় তথ্য সমূহ:
আসন সংখ্যা: ৬০ টি মাত্র।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫ ইং।
ভর্তির শেষ তারিখের আগেই আসন শেষ হয়ে গেলে ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হবে।
ক্লাস শুরুর তারিখ: ০৪ জানুয়ারি ২০২৬ ইং।
ক্লাসের দিন সমূহ: রবি, মঙ্গল, বৃহস্পতিবার।
ক্লাসের সময়: রাত ৯:৩০ টা – ১১:০০ টা।
সম্ভাব্য ক্লাস সংখ্যা: ~৪০ টি।
শিখন মাধ্যম: গুগোল মিট।
🎓 আপনি কেন এই লাইভ কোর্সটিতে অংশগ্রহণ করবেন?
✿ NBICT LAB-এর অনলাইন কোর্স সমূহের অধিকাংশ লার্নারই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক/মাস্টার্স/অনার্স অথবা পিএইচডি শিক্ষার্থী। বিগত সময়ে যেসকল সম্মানিত লার্নার নিয়মিত ক্লাস করার মাধ্যমে সফলভাবে বিভিন্ন কোর্স সমাপ্ত করেছেন তাঁদের প্রত্যেকেই NBICT LAB-এর শিখন পদ্ধতির ভূয়সী প্রশংসা করেছেন। আপনি নিচের লিংক দুটি পরিদর্শন করার মাধ্যমে বিগত ব্যাচগুলোর লার্নারদের মতামত জেনে নিতে পারবেন:
লিংক – ১: https://youtube.com/playlist?list=PLoL-aNyxKqYp0olbkwCTBwm3_VZhj1a2O
লিংক – ২: https://g.page/nbict-lab
✿ তুলনামূলকভাবে কম খরচে এতো ভালো মানের প্রশিক্ষণ সেবা লাভের সুযোগ আপনি খুব কমই লাভ করবেন।
✿ প্রত্যেকটি বিষয় সহজ এবং প্রাঞ্জল বাংলা ভাষায় আলোচনা করা হবে।
✿ প্রত্যেকটি বিষয়ভিত্তিক অনুশীলন ফাইল আপনাকে প্রদান করা হবে যাতে করে আপনি ইন্সট্রাক্টরের সাথে সাথে অনুশীলন করতে পারেন।
✿ ক্লাস চলাকালীন অবস্থায় অনুশীলন করার সময় আপনি কোনো সমস্যায় পড়লে স্ক্রিন শেয়ার দিয়ে সরাসরি কোর্স ইন্সট্রাক্টর এবং অন্যান্য এক্সপার্ট লার্নারদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন।
✿ প্রত্যেকটি ক্লাসের রেকোর্ডেড ভিডিও প্রশিক্ষণার্থীদেরকে প্রদান করা হবে যাতে করে একজন লার্নার কোনো লাইভ ক্লাস মিস করে ফেললে পরবর্তিতে ভিডিও রেকোর্ড দেখে ক্লাস রিকভার করে নিতে পারেন।
✿ কোর্স আর্কাইভে প্রত্যেক লার্নারের আজীবন অ্যাকসেস থাকবে।
✿ ইন্সট্রাক্টর প্রতিটি ক্লাসের প্রশ্ন-উত্তর পর্বে লার্নারদের প্রশ্নের উত্তর প্রদান করবেন।
✿ লার্নারগন যাতে পরস্পরের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন সেজন্য প্রয়োজনীয় অনলাইন প্ল্যাটফর্ম থাকবে।
✿ সফলভাবে কোর্স সমাপ্তকারী লার্নারদের ই-সার্টিফিকেট প্রদান করা হবে। এই কোর্সের জন্য সার্টিফিকেটের হার্ড কপি প্রদান করা হবে না।
🎓 নীতিমালা সমূহ:
✅ একজন প্রশিক্ষণার্থী কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ফেললে রেজিস্ট্রেশন বাতিল কিংবা “রিপ্লেসমেন্ট” করার আর কোনো সুযোগ থাকবে না। কোর্স ফি অফেরৎযোগ্য।
✅ একজন লার্নার যে ব্যাচে বা সেশনে ভর্তি হবেন সেই ব্যাচ বা সেশনেই কোর্স সমাপ্ত করে ফেলবেন।
✅ গুগোল মিট লাইভ ওয়ার্কশপগুলোর লিংক, রেকোর্ডেড ভিডিওগুলোর লিংক, এবং কোর্স আর্কাইভের অ্যাকসেস ভিন্ন কারও সাথে কোনোভাবেই শেয়ার করা যাবে না।
✅ আগ্রহী লার্নারের অবশ্যই একটি Gmail অ্যাকাউন্ট থাকতে হবে যেটির মাধ্যমে তিনি গুগোল মিট লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন এবং কোর্স আর্কাইভে অ্যাকসেস গ্রহণ করবেন। Gmail অ্যাকাউন্টটির প্রোফাইল পিকচার হিসেবে লার্নারের নিজের ছবি থাকতে হবে এবং প্রোফাইলের নামে অবশ্যই লার্নারের নিজের নাম থাকতে হবে।
🎓 পেমেন্ট ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া: https://forms.gle/VCuwv5tNinaDrd9x7



